আলমডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত


 

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

 আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। 

সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন,  আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী  পরিচালক শরিয়তুল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন,  আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ আল মামুন রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন পারভেজ, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু প্রমুখ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন  সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিনসহ ,কিশোর কিশোরি ক্লাবের সংগীত শিক্ষক বৃন্দ,জনপ্রতিনিধিসহ স্হানীয় গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।

Post a Comment (0)
Previous Post Next Post