সহকারী শিক্ষকদের প্রমোশনের ব্যবস্থা করা হচ্ছে ---------- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

 

এইচ.এম শহিদুল ইসলাম:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রমোশনের ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের প্রমোশনের কোন  ব্যবস্থা নাই। সহকারী শিক্ষক হিসেবে ভর্তি হয়েছেন ওই সহকারী শিক্ষক দিয়েই অবসর নিচ্ছেন। এজন্য আশা ভরসা কিছুই নেই, আমরা আপনাদের এ ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সহকারী শিক্ষকরা যাতে সহকারী প্রধান,প্রধান শিক্ষক,এটিইউ এবং টিইউ পর্যন্ত এমনকি আরোও ওপরে যেতে পারেন এ সিস্টেম চালু করছি। যে যত ভাল শিক্ষকতা করবেন সে ততো ওপরে যেতে পারবেন। 


বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা  প্রশাসন আয়োজিত  অনলাইন শিক্ষক বদলী কার্যক্রমের পাইলটিং এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরাও বলেন, অনলাইনে আমরা বদলী কার্যক্রম করছি যাতে আপনার যোগ্যতা থাকলে আপনারা ঘরে বসে থেকেই পছন্দ অনুযায়ী স্থানে বদলী হতে পারেন। এতে করে  কোন দালাল, সচিব,ডিজি ও মন্ত্রীর কাছে যেতে হবেনা। মন্ত্রণালয়ের বারান্দা ভরে যায় খালি বদলী আর বদলী। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। 

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ মুহিবুর রহমান,কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্ধ ।


إرسال تعليق (0)
أحدث أقدم