আমি কি মানুষ? প্রশ্ন জাগে মনে-
যেভাবে মানুষের থেকে মানুষ জন্মেছিল ভবে,
কিভাবে সেই মানুষ হবো এসো ভাবি সবে।
জন্ম কিংবা পুনঃজন্ম কোনটিই হয়নি আমার,
শত বছরের রাষ্ট্রীয় দমন নীতির মুখে
না জন্মানো এক যুগান্তকারী বিপ্লব।
একদিন আমিও মানুষ হতে চেয়েছিলাম,
বন্ধুদের ব্যাপারটা খুলে বললাম যখন
রীতিমত টিপ্পনী কাটা শুরু করলো তখন।
তাদের প্রশ্ন,আমরা কি তাহলে মানুষ নই?
উত্তর খুব সোজা,ওরাতো সত্যিই মানুষ।
মানব দেহের ভিতরে বাহিরে বৈশিষ্ট্য সবই
আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যম্তই।
উপরোন্তু রয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী।
চোখ ধাঁধানো সুন্দর বাড়ী সুন্দরী নারী,
আরো আছে ভাল চাকুরী,দামী গাড়ী।
যাকে সমাজ বলে প্রতিষ্ঠিত একজন মানুষ,
সে হিসেবে আমি নিজেও মানুষ।
অবশ্য এটাকে আমি বলি অর্ধেক মানুষ।
এ মানুষই লোকচক্ষুর সামনে ঘুরপাক খাচ্ছে।
অবশিষ্ট অর্ধেক মানুষ সভ্যতার ব্যস্ততম সড়কে
জনজটে আটকে পড়ে তারা মূমুর্ষের মত ঝিমাচ্ছে!
এ চলার পথ তবে আর কতদূর?
এ যেন আমবশ্যার রাত শেষে হয় না কভু ভোর।
এরই মধ্যে শেষ করেছি শৈশব, কৈশোর ও যৌবনের সীমানা,
বার্ধক্যের পূর্বেই বাকী অর্ধেক মানুষ হবো করি শুধু কামনা।
---- এইচ এম শহিদুল ইসলাম