আপন ভূবণ ----- সোমা রহমান



ও মেয়ে ---

তুই কান্না রেখে একটু বস,,

খুল নারে তোর দুঃখের ঝুড়ি খুল।

কিনবো আজই

যত আচ্ছে তোর দুঃখ সবই,

বেচবি কিনা বল?

দেখরে আজ অশ্রু মুছে নয়ন খুলে,,

চারিদিকে কি রোদের ঝলক ,

স্যাতস্যাতে তোর দুঃখগুলো

শুকোতে দিবি কি?

ও মেয়ে---

অনেক বেলা বয়ে গেল,

এবার একটু দেখ না তুই

নিজের দিকে চেয়ে,

কি পেলি আর কি পেলি না!"

এসব ভাবনা বাদ দে না।

নতুন করে তুই নিজেকে

দেখরে চেয়ে আপন মনে,

তোর সেই মুখখানা,,

নতুন কুড়ির মতো

আবার উঠবে হেসে

ঝলমলিয়ে---।

Post a Comment (0)
Previous Post Next Post