কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবীতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও


স্টাফ রিপোর্টার# 

সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবীতে কুষ্টিয়ার সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপারের  কার্যালয় প্রাঙ্গনে সমবেত হতে থাকে জেলার সংবাদ কর্মীরা। পরে কার্যালয় ঘেরাও করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ রুবেল হত্যার প্রতিবাদ জানান এবং খুনিদের বিচারের দাবীতে স্মারক লিপি প্রদান করেন। সাংবাদিকরা রুবেল হত্যার প্রতিবাদে মূহর্মূহ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন ওই এলাকা। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

এদিকে, রুবেল হত্যার বিচার দাবীতে একের পর এক কঠোর কর্মসূচি দিয়ে যাচ্ছে সাংবাদিক নেতারা,কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো মামলার তেমন কোনো অগ্রগতি নেই, ধরা পড়েনি এখনো কোনো আসামী। সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবীতে গৃহীত ৭দিনের কর্মসূচি আজ এসপি অফিস ঘেরাও এর মাধ্যমে শেষ হলো।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও  কুষ্টিয়া -৩আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ দ্রুত সাংবাদিক রুবেল হত্যার  বিচারের আশ্বাসের ফলে সাংবাদিক মহল আপাতত কোনো কর্মসূচি দিচ্ছে না,কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল না এলে আবারও ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে কুষ্টিয়ার সাংবাদিক নেতারা জানান।

إرسال تعليق (0)
أحدث أقدم