স্টাফ রিপোর্টার #
না-ফেরার দেশে চলে গেলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক নুরুল আমীন (৬২)। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে নিজ বাড়িতে শয্যাশায়ী থাকা অবস্থায় রবিবার দিবাগত রাত ৮টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দেশ ডটকম অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক সকালের খবর, শক্তি, আজকের জনতা, গণমুখসহ সর্বশেষ দৈনিক অন্যদিগন্ত পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১০ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দিঘীরচালা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর প্রেসক্লাব,গাজীপুর সাংবাদিক সোসাইটি ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুর শোক জানিয়েছেন।