শান্তি ---- হোমায়রা আক্তার



মনটা খোঁজে শান্তি

চারিদিকে শুধু অশান্তি। 

সকলেই কাজে আসি 

বাইরে  মুখে  থাকে  হাসি। 


মনের  গভীরে  অনেক  ব্যথা

কেউতো জানে না সে কথা। 

জীবন  এক বিচিত্র  খেলাঘর 

আপন হয়ে যায় পর। 

সংসারের  শান্তির জন্য  তাই 

সকলেরই অভিনয় করে যায়। 


সংসার জীবন  এক রঙ্গমঞ্চ  

এর ভেতরে  আছে  অনেক রহস্য । 

এই রহস্যকে ভেদ করতে পারে যারা 

সংসার জীবনে শান্তি  পায় তারা। 


মনের  গভীরে  হয় ক্ষত

সংসার জীবনে শান্তি পায় কে কতো?

চিরকাল নিরবে সয়ে যায় সব

তবুও  সংসারে শান্তি  বজায় থাক। 


জীবন বড়ো  কঠিন 

কাঁদায় রাতদিন। 

শান্তির খোঁজে  ছুটছে  সবাই 

শান্তি  নাহি পায়। 


জীবনটা বড় অচেনা 

কষ্টগুলো  মনের ভেতর  করে আনাগোনা। 

বুঝে না মানুষ 

লোভে  পড়ে  হারায় হুশ। 


জীবনে  শান্তি  খুবই প্রয়োজন

তাহলে জীবনটা সুন্দর হয়। 

শান্তিতে থাকে যদি পরিবারের  সদস্য 

থাকে  না কোনো কষ্ট । 

কেউ হয় না পথ ভ্রষ্ট । 


মনে যদি থাকে শান্তি 

পূর্ণ হয় সকল প্রাপ্তি।

Post a Comment (0)
Previous Post Next Post