সড়কে প্রাণ গেল অটো রিকসার ৫ যাত্রীর


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ



গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও অটো রিকসার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালকসহ প্রাণ গেল ৫ জনের। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা টাঙ্গাইল সড়কের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ী এলাকার আয়ুব আলীর ছেলে অটো রিকসার চালক  নজরুল ইসলাম (৩২)। বরগুনার সদর থানার আংগারপাড়া এলাকার মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু (৪৫)। তিনি স্থানীয় একটি পোশাক  কারখানায় চাকুরী করতেন। গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল (২৭) ও যশোরের  মাগুরা থানার দহর এলাকার আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কালিয়াকৈরগামী অটো রিকসাটি ঢাকা -টাঙ্গাইল সড়কের মহিষবাথান এলাকায় পৌছালে পেছন দিক থেকে কেপি পরিবহনের একটি বাস অটো রিকসাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রিকসাটি সড়কে উল্টে যায়। এসময় বিপরীত দিক কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিকট শব্দে ঘটনাস্থলে অটোরিকশাটি মহাসড়কের উপর দুমড়ে-মুচড়ে পড়ে। এতে  ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দুজন যাত্রী মারা যান। পরে এলাকাবাসী কয়েক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেখ ফজিলাতুন্নেছা  মুজিব মেডিকেল কলেজ (কেপিজে) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন আরো তিন জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করেছে পুলিশ। তবে  ঘাতক বাসের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানান, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইতিহাস পরিবহন বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এছাড়া নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

إرسال تعليق (0)
أحدث أقدم