এ্যাড. তাছনিমা ফেরদৌস তনুর কয়েকটি কবিতা

 


যাপিত জীবন 


ভুল কিছু কথা

ভুল কিছু সময়,

মনের ভিতরে দুঃখের নদী 

উথাল-পাতাল ঢেউ বয়ে যায়।

দেখা-না দেখায় চলে জীবন 

কাছাকাছি এসেও,হয়না কাছে আসা

দুর সে তো দুরেই থেকে যায়

শুধুই আশায় আশায় ধুয়াশা।

সময়ের তাগিদে মঙ্গলকাব্যে 

জীবনের কত গল্পগাথা 

তোমার আমার মাঝে অচেনা গন্ধ 

অচেনা ফুলের মৌনকথা।

ছড়ানো সুখের থমকে দাঁড়ানো

ঝড়ের কবলে দিন রাত্রির গল্প

সম্পর্কের  বদল,

পুরানো সবকিছু লাগে খুব অল্প। 

এ কেমন যাপিত জীবন 

অচেনা পথ,চিরচেনা মানুষ 

হাসিমুখে ভালো আছি বলা

সবকিছু ঢেকে রাখে সুখী মুখোশ। 

হাতে হাত রাখা

একপথে চলা

হারায় কোথায়.. 

থাকে শুধু গল্প বলা।

মিথ্যা প্রতিশ্রুতি

কিছু জমে থাকা ঋনের বোঝা 

অজানা মায়া থাকে সারাজীবন 

শেষ হয়েও হয়না শেষ খোঁজা।



সত্য ও মিথ্যার খেলা


কেন এমন হয়?

একমুহূর্তে ---

মুছে যায় জীবন এর সব রঙ

কেন মানুষ মানুষের সাথে করে মিথ্যাবাজি?

আজকের আমি,

আজকের তুমি

একই কাতারে দাঁড়িয়ে আছি

একই প্রশ্নে জড়িয়ে গেছি। 

সত্যি মিথ্যে র লড়াই করে 

সম্পর্কের দেওয়া কথা সব যাই ভুলে।

মানুষ পরিবর্তন খোঁজে 

সময়ে র ভাঁজে লুকিয়ে চলে নিজের ভুলগুলো 

প্রতিটি মুহূর্ত কাটিয়ে যায় 

এক নিদারুণ নিষ্ঠুর ভালো থাকার খেলায়।

মিথ্যার জ্বাল জড়িয়ে সত্যি কি ভালো থাকা যায়?

অনেক সত্যি অসম্ভব কঠিন

তারপরও মানুষ বাঁচে

সত্য মানুষকে সাহসী করে তোলে

নতুন করে চলতে শেখায়।

মিথ্যা দিয়ে সাজানো জীবন 

একসময় থমকে যায়

বোঝা মনে হয় সব সুখ

একটু ঝড়ে ভেঙ্গে যায়  সম্পর্কের দেয়ালগুলো। 

তারপরও --ছুটে চলে ----

আমরা ছুটে চলি 

সেই মিথ্যা সুখের স্রোতে ভাসি।।


ছিন্নভিন্ন ভাবনারা


আজ দিনটা তোমার ছিলো 

শুধু তোমাদের 

আমি নিমিত্ত হয়ে 

দর্শক হয়ে রইলাম।

আয়োজন টা সজ্জিত করে

সহজ,সুন্দর আলোকিত 

আর উদ্ভাসিত করে উচ্ছ্বসিত আমি।

কত মিথ্যা র পর্দা ফাস হলো

না জানা অনেক প্রশ্নের উত্তর মিলে গেল

তারপরও মুখের মুখোশ সবারি রয়ে গেল ঢাকা।

একই আবরনে

একই রঙ্গের মেলায়

আমরা দুলছি 

শুধু স্বীকারোক্তি নেই।

কি এক দায় আমাকে রেখেছে বেঁধে 

কিছু না জানা হঠাৎ  প্রকাশিত ঋনের বোঝা 

আমাকে তাড়া করে ফিড়ছে

আমি চুপসে গেছি নিজের ভেতরে।

কি করব বা কি করা উচিত 

ভাবার সময় পরাহত

আমি অনাহুত 

ভাবনায় ছিন্নভিন্ন মন।।


শুভঙ্করের ফাঁকি 

কোথায় হারাব?

কোথায় দাড়াব?

কোথায় বা সেই ঠিকানা?

আকুলিত হৃদয়ের ব্যাকুল ভাবনা।


কতটা পথ চলা 

কতটা সময় ঢেকে যায় অন্ধকারে

আলোর ঝলকানি তে যখন তাকাই 

দেখি সবি মেকি আর ফাঁকি।


বিশ্বাস অর্থহীন আর প্রশ্ন

ছা-পোষা জীবনে  মিথ্যার আশ্রয়

প্রতি পদক্ষেপে কষ্টে র সিড়ি বেয়ে উঠা

মন মরে গিয়ে বাঁচা। 


আকুলি বিকুলি প্রেম কেঁদে ফিরে 

পুরানো সময়ের হাত ধরে 

হাজারো ভালো র মাঝে 

আজ ভয়াবহ মনোরোগ বাসা বেঁধেছে। 


দেয়া নেয়ার খেলায় মেতেছে সম্পর্ক 

ভুলে গেছে চারপাশ

রুটি রোজগারের স্থান হয়েছে কলুষিত 

কামনা বাসনায় পিয়াসি হয়েছে সময়।


বিপযর্স্ত সব আজ

করুনার করুন পরিনতি

দায়িত্ব বোধের মিথ্যা  বিলাপ 

জোর করে পথে রাখার চেষ্টা। 

সব শুভঙ্করের ফাঁকি।।


Post a Comment (0)
Previous Post Next Post