তুমিই আমার বাংলাদেশ--- সোমা রহমান




কেউ বলে তোমায় পিতা,,

কেউ বলে তুমি বন্ধু,,

কেউ বলে রূপকার,, 

কেউ আবার সব মিলিয়ে বলে,,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,,

আমি কি বলি! 

জান তুমি?

আমি বলি তুমি জননী তুমিই বাংলার গর্ভধারিনি,,

যে বাংলার বীজ,, 

সপ্ন একে ধারন করেছিলে নিজের ভিতরে

নয় মাসে তা,,

এক্টু এক্টু করে 

বিন্দু বিন্দু লাখ বিন্দুর,, 

রক্ত জমাট বেধে,,

রুপ নিয়েছে,, 

স্বাধীন বাংলায়,


তবে তুমিই বল!  

কেন বলবো তোমায় অন্যথা,,

পুরুষ নামে জন্ম নিয়েছ এ ধরায়,,

তাই বলে কি?!  

তোমার পাওনা সম্মান টুকু দিব না তোমায়?

ভুল ত্রুটি আমি জানিনা,,

শুধু জানি নত শিরে বলতে,,

তুমি বাংলার জনক,,

Post a Comment (0)
Previous Post Next Post