কোথাও কেউ নেই ---- আলী ইমাম



তুমি চাইলে কাছে আসবো

তুমি চাইলে দুরে,

তুমি চাইলেই ফেলবো নোঙ্গর

হৃদয়ের গভীরে।। 


তুমি চাইলে নদী হবো

তুমি চাইলে ঢেউ,

তুমি চাইলেই হবো তোমার

ভালবাসার কেউ ॥


তুমি চাইলে নিশি হব

তুমি চাইলে চাঁদ,

তুমি চাইলেই মায়াময় জোসনায়

ভরাবো আঁখি পাত ॥


তুমি চাইলে বর্ষা হব

তুমি চাইলে মেঘ,

তুমি চাইলেই ঝুম বৃষ্টিতে

কাটাবো দুজন অনাসৃষ্টিতে ॥


তুমি চাইলে পাহাড় হব

তুমি চাইলে ঝরণা,

তুমি চাইলেই স্রোতস্বিনী

দু কুল ভাসিয়ে বন্যা ॥


তুমি চাইলে ………


Post a Comment (0)
Previous Post Next Post