আমি ও ছায়া ----- আলী ইমাম



প্রতিটি সন্ধ্যা নামে 

এক একটি দীর্ঘ রাত্রি নিয়ে, 

নিঃসঙ্গতার পাথরে ভর করে জীবন 

যেন শুধু অন্ধকার আর ছায়া। 

ছায়ার সাথে কথোপকথন 

আমি  ও আমার ছায়া। 

আমাদের মাঝে বয়ে চলে

আমার সব ভুলের ঢেউ গুলো। 

কিছু হতাশা আছ'ড়ে পরে আমাদের ওপর 

আমরা দুজনেই খুজি কোন প্রিয় মুখ 

বনধুর অভিবাধন 

আমরা দুজনেই জানি , কেঁউ নেই 

শুধু আমাদের ভুল। 

আমরা হয়ত একটা নির্মল আলো খুঁজছি 

আমরা চাই একটা অনুপ্রেরণার ঝর্ণা

আমাদের উপরে আছ'ড়ে পড়ুক। 


অন্ধকারও প্রতিরাতে আমাদের মতোই 

মুখোমুখি বসে ভায়োলিন কাঁধে নিয়ে 

এক-ই বিষাদের সুর, 

অন্ধকার আর ভায়োলিনের টিউনিং 'এ। 

তারপর আমরা দুজনেই হেসে উঠি 

কারন , আমরা জানি এটা চলতেই থাকবে।

إرسال تعليق (0)
أحدث أقدم