তবুও তুমি ------ কানিস রহমান

 


রাতের আকাশে সুর্য হারায়

দিনের আকাশে চাঁদ হারায়।

সুর্য দিন হারিয়ে প্রভাত খুঁজে 

চাঁদ নিশিযাপন করে সকাল খুঁজে। 

চাঁদ সূর্যের উদয় অস্ত আছে

আছে নিজেকে হারিয়ে খুজার বেলা, 

বারবার হারিয়ে হারিয়ে

ফিরে ফিরে আসার পালা।

আমার আকাশে চাঁদ বল আর সুর্য বল

উদয় হয়েছে একই সাঝের বেলা

সেই থেকে যে আছে আমার

চাঁদের আলোয় আলোকময়, 

তেমনি আছে সূর্যের আলোয় আলোকিত 

সবসময় তাইতো আমার আকাশে 

চাঁদ সূর্য কখনো হারায় না,

দিবানিশি হয়না কভু আমার ভুবনে। 

কারণ সে ভুবনে আছ তুমি 

আমার চাঁদ সূর্য।

তেমনি করে থেকো তুমি

আমার  এ পৃথিবীর জুড়ে।

Post a Comment (0)
Previous Post Next Post