সুশান্ত পন্ডিত এর কবিতা গুচ্ছ

 


(১)

কখনো কুড়াই শিমুল

কখনো নো বা বকুল।

কখনো কষ্ট কুড়াই

কখনো মিষ্টি কখনো তেঁতুল।

বুকের কষ্ট লুকাই পাঁজরে

হৃদ কষ্ট দেখাই কি করে!!

শত কষ্ট, নত কষ্ট

কিছু কষ্ট আড়ষ্ট করে।

দেখি আগুন, উড়ে ছাঁই

আমার কষ্টে আমিল নাই।।

(২)

শুভ্র মেঘের ডানায় 

ঢেকে গেছে নীল আকাশ, 

শান্ত নদীর স্বচ্চ জলে 

এঁকে দিয়েছে শুভ্র ছায়া, 

মুগ্ধ নয়নে দেখি 

সাদা কাশ ফুলের দোলা।

বাংলার সবুজ জমিনে

রক্তাক্ত লাল টিপ পড়া 

নৌকার বয়ে চলা

আমাকে স্তব্দ করে দেয়

আমি শুধু চেয়ে  থাকি মুগ্ধ নয়নে। 

বুকের বাম পাশে রেখে ডান হাত

আনমনে গেয়ে উঠি আমার সোনার বাংলা,,,,,,,,

(৩)

ডাকলে তুমি ছুটতে পাড়ি

এক দৌড়ে ম-ম সিং 

এক বুকের ভালবাসা

এক ইশারায় হবো লীন।

বুকের দোয়ার রইলো

খোলা দখিনা জানালা।

মনের দোয়ার খুললে 

হবে বৃষ্টি এক পশলা।

(৪)

মেঘ বলে যাই উড়ে

বৃষ্টি বলে নামো।

পাহাড় বলো এসো

বুকে একটু থামো।

পাহাড় বেয়ে নামে ঝর্না

নদীতে বয়ে যায়।

আকাশের কান্নারা সব

সমুদ্র জলেতে মিলায়।

(৫)

ইটের ভাটায় দাও কয়লা 

আর একটু দাও বাতাস।

প্রেমের আগুনে পুড়ে হবো লাল

আরো দৃঢ় হবে বন্ধন

রেখো বিশ্বাস।

কবিতার পাতায় রাখি চোখ  

রাত চিরায়ত নিয়মে বর্তমান। 

শব্দের খেলায় রাখি নিশ্বাস

বিশ্বাস ভালবাসার অবদান

إرسال تعليق (0)
أحدث أقدم