কালিয়াকৈরে জন্মাষ্টমির বর্ণাঢ্য শোভাযাত্রা

 স্টাফ রিপোর্টার#


গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর  পরিবেশে সনাতন ধর্মের প্রবক্তা ভগমান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্ম তিথি উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী পালিত হয়েছে। 

শুক্রবার সকালে কালিয়াকৈর শ্রী কৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে কালিয়াকৈর বাজার কালি মন্দির থেকে এক বনার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এসময় বর্নিল শোভাযাত্রায় স্থানীয় পৌর কাউন্সিলর মাসুম আলী, জয়দূর্গা সেবা সংঘের সভাপতি প্রণয় সূত্রধর, সাধারন সম্পাদক আশীষ রায়, গৌর চন্দ্র সরকার, সুচিত্রা রানী, সুমন চক্রবর্তী, বিদুভূষন সরকার সহ উপজেলার বিভিন্ন হিন্দু পরিষদের নেতৃবৃন্দ।

সনাতন ধর্মমতে পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসত্য ও দুষ্টের দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য স্বর্গ থেকে শ্রী কৃষ্ণের পৃথিবীতে আবির্ভাব ঘটে।

إرسال تعليق (0)
أحدث أقدم