গাজীপুর সদর মেট্রোথানা ইয়ুথ ক্লাবের উদ্যোগ জাতীয় শোক দিবস পালিত

 স্টাফ রিপোর্টার# 


গাজীপুর সদর মেট্রোথানা ইয়ুথ ক্লাব এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ২০ আগস্ট শনিবার বিকেলে চাপুলিয়া সুহৃদ সঃঘ মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া ও গণভোজ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে নিহত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা বিনির্মানে উদ্যোগি হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি পারস্পরিক সম্পর্ক সবসময় বৃদ্ধমান থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ততদিন থাকবে। আলোচনা শেষে দোয়া মাহফিলে ১৫ আগস্টের সকল নিহতের স্মরণে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন  ফেরদৌস আহমেদ দিপু।


আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রোথানা ইয়ুথ ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজু মিঞা। ইয়ুথ ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ তাজমীর হোসেন সরকার সানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম দীপ । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন খান, আহ্বায়ক, ২৪ নং ওয়ার্ড আওয়ামি লীগ, অ্যাডভোকেট আবু নাসের বিন কবীর মাসুম,সদস্য সচিব, ২৪ নং ওয়ার্ড আওয়ামি লীগ, অ্যাডভোকেট আহমদুল কবীর অরুণ, সভাপতি, চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎযাপন কমিটির আহ্বায়ক মোঃ মাহবুবর রহমান রাফি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম দেওয়ান,মোঃ সারোয়ার হোসেন সরকার, মোহাম্মদ উল্লাহ্, মোঃ আফজাল হোসেন তালুকদার, জনাব মোঃ হায়দার আলী,  মোঃ মজিবুর রহমান খান, মোঃ ফেরদৌস আহম্মদ দিপু, মোঃ মেছের আলী মোল্লা, মোঃ জাইদুল ইসলাম, মোঃ রেজাউল হোসেন ইফতি প্রমুখ।

Post a Comment (0)
Previous Post Next Post