মাগো তোমায় দেখতে ইচ্ছে করে --- কানিস রহমান


কতদিন দেখিনা মায়ের মুখ 

মায়ের কাছে হয়না আমার

দুঃখের কথা বলা।

আর কতকাল থাকব আমি

মায়ের আশায় বুক ফাটে, 

মায়ের কাছে যেতে বড্ড 

ইচ্ছে গুলো পাখা মেলে।

ঐ দুর আকাশ টাকে 

ছুয়ে দেখতে বড্ড ইচ্ছে করে, 

মাগো তুমি কেমন আছ?

জানতে ইচ্ছে করে। 

আমার রক্ত নোনা হয়

কেউ কি বুঝতে পারে, 

তোমার কোলে মাথা রেখে 

চোখের জলে বিলিন হয়ে 

আবার আমি শুদ্ধ মনে

ছুটতে ইচ্ছে করে।

মাগো তোমায় বড্ড 

দেখতে ইচ্ছে করে।

কোন সুদূরে হারিয়ে গেলে

তোমার ছেলে একলা হয়ে 

ঘুরে ঘুরে আপন মনে,

তোমায় খুঁজে ফেরে

দূর আকাশে নতুন তাঁরায়,

পাঁচ কোনাতে কোনায় কোনায়

তোমায় খুঁজে ফিরি। 

মাগো তোমায় কাছে পেতে

তোমার কোলে মাথা রেখে, 

আঁচল দিয়ে মুখটি মুছে

নোনা জলের বিন্দু কনা

তোমার চরণ তলে 

ভিজিয়ে দিতে বড্ড ইচ্ছে করে।

মাগো তোমায় বড্ড 

দেখতে ইচ্ছে করে।

إرسال تعليق (0)
أحدث أقدم