কালিয়াকৈরে জাতীয় শোক দিবস পালিত

 স্টাফ রিপোর্টার # 


গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ।

দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ ও শিক্ষক -শিক্ষার্থী।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদাত বরনকারী সকলের জন্য দোয়া করা হয়।

এদিকে শোক দিবসে যোগদান করা অনেক অতিথিরা  খাবার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যান। খাবার পরিবেশনের দায়িত্বে থাকা আপ্যায়ন উপ কমিটির ব্যর্থতাকেই দায়ী করছেন অামন্ত্রিত অতিথিরা। 

إرسال تعليق (0)
أحدث أقدم