তানোরে জাতির জনকের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার#



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিশেষ প্রার্থনা এবং পুষ্পস্তবক অর্পন সহ নানা আয়োজনে তানোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ১৫ আগস্টের অন্যান্য নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।


জাতীয় শোক দিবস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও উপস্থিত ছিলেন তানোর সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত হাবিবুর রহমান শেলী, তানোর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,তানোর থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিঞা, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকতারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তানোর উপজেলা কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে একটি শোকর‌্যালী বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে।

إرسال تعليق (0)
أحدث أقدم