মা----- কবি আবুল কালাম আজাদ

 


আদরে আদরে গড়ে উঠেছি

সে যে, আমার মায়ের আদর।

ঘুম পাড়ানির গানে গানে

ঘুমিয়ে দেয়ার বড়ই কদর।।


মায়ের কোলে ঘুমাতে আমি

পেয়ে যেতাম স্বর্গের সুখ।

খেলেধুলা ফেলে ছুটে আসি

দেখতে মায়ের হাসি মুখ।।


ঘরে এসে না পেলে মা'কে

সব ই হ'তো মিছে।

জুড়ে দিতাম মরণ কান্না

থামাবে কে সে??


ছুটে আসে মা,কান্না শুনে

কোলে তুলে খায় চুমু।

সবকিছু ভুলি মায়ের স্নেহে

ঢুলু ঢুলু চোখে ঘুমু।।


সেই ই তো আমার পৃথিবী

সেই ই তো আমার মা।

মা ছাড়া যে সবই শুন্য

সে যে, জগৎ জননী মা।।

Post a Comment (0)
Previous Post Next Post