২৬ বছরেও সালমান শাহ‘র মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি


বিনোদন রিপোর্টার#


স্বপ্নের মত বাংলা চলচ্চিত্রে আগমন করে স্বপ্নের মতই বিদায় নিয়েছিলেন চির সবুজ নায়ক সালমান শাহ সেপ্টেম্বর ১৯৯৬ সালের আজকের এই দিনে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ রহস্যজনক মৃত্যু হয়েছিল ২৬বছরেও তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

১৯ সেপ্টেম্বর ১৯৭১ সালে সিলেটে জকিগঞ্জে চৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন সালমান শাহ শিশুকালে গায়ক হিসেবে নিজের প্রতিভার প্রথম বিকাশ ঘটালেও পরিচালক সোহানুর রহমান ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তাকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটান তার অসাধারন অভিনয় ছবির গানগুলোর কারণে ছবিটি দর্শকপ্রিয়তা অর্জন করে পরে তার প্রথম ছবির নায়িকা মৌসুমীর সাথে /৩টি ছবি করে শাবনুরের সাথে জুটি বেধে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিতে থাকেন মাত্র বছরে জনপ্রিয়তার তুঙ্গে থেকে ২৭টি ছবিতে তিনি অভিনয় করেন সবগুলো ছবিতেই তিনি সফল ছিলেন। ভিন্নধর্মী পোশাক, চশমা,মাথায় গামছা কখনো রুমাল বাধার কারণে তিনি চলচ্চিত্রের ফ্যাশন আইকনে পরিনত হন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে  অন্তরে অন্তরে, কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই,স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী,বিক্ষোভ, সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার ইত্যাদি এর মধ্যে এটলাস মুভিজের ব্যানারে নির্মিত এম খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রে বিখ্যাত কাহিনীকার হিসেবে পরিচিত ছটকু আহমেদের  সত্যের মৃত্যু নেই ব্যপক ব্যবসা সফল হয়েছিল


সালমান শাহ হত্যা হয়েছিল নাকি আত্মহত্যা করেছিল ? প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি দীর্ঘ ২৬ বছরে সর্বশেষ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে পিবিআই আত্মহত্যা বলে উল্লেখ করলে বাদী সালমান শাহ মা জাতীয় পার্টির সাবেক নেত্রী নীলা চৌধুরী নারাজি দিয়ে পুনরায় তদন্তের আবেদন জানান 

সালমান শাহ হত্যা মামলার রায় দেখার প্রতিক্ষায় প্রহর গুণছে কোটি কোটি সালমান প্রেমিরা সালমান শাহ তাদের হৃদয়ে বেচে থাকবেন চির অমর হয়ে

Post a Comment (0)
Previous Post Next Post