শহিদুল ইসলাম#
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় (বিডিইউ) ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কেক কাটার মাধ্যমে বিডিইউ ছাত্রলীগের নেওয়া গৃহীত কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ক্যাম্পাস থেকে এক বিশাল আনন্দ র্যালি লতিফপুর বাজার প্রদক্ষিণ করে আবাসিক হলের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিডিইউ ছাত্রলীগের সংগঠক মির্জা আবু সাঈম, তৌফিক হাসান তুষার, মেহেদী হাসান শিশির,মেহেদী হাসান বাপ্পী, অনিমা জামান প্রমা সহ সকল সদস্যবৃন্দ।