কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী উদযাপিত


কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি 


গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জশনে জুলুস, শোভাযাত্রা,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের উদ্যোগে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি। শোভাযাত্রাটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর থেকে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে কালিয়াকৈর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি স.ম আব্দুল হাকীম জেহাদীর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্নী পীর মাশায়েখ সংগঠনের সভাপতি মৌলভী আমিনুল হক, কালিয়াকৈর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল খালেক, শাহ আশেক মুর্শেদ সুজন, আজিবুর রহমান ফকির, আবু জাফর ফারুকী ও তায়েব মৃধা প্রমূখ। বক্তারা বলেন, সর্বকালের মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ ও সুন্নাহ  অনুসরণের মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণ সাধন হতে পারে।

 মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনজাত করা হয়।


إرسال تعليق (0)
أحدث أقدم