নেত্রকোণা প্রতিনিধিঃ
"সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি" এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ পালিত হয়েছে।
বুধবার (২৩ই নভেম্বর ২০২২) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাক্তার মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলার ফার্মাসিস্ট গণ।