কালিয়াকৈরে ৩৯ টি বন্য পাখি উদ্ধার


স্টাফ রিপোর্টার#



গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  সফিপুর বাজার বিভিন্ন প্রজাতির ৩৯টি পাখি উদ্ধার করে মুক্ত করা হয়েছে।
 বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সফিপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে খাঁচায় বন্ধি করে পাখি বিক্রি করার উদ্দেশ্যে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে  ১৭ টি টিয়া পাখি, ১১টি ঘুঘু,  ৬টি শালিক ও ৫টি মুনিয়া সহ মোট ৩৯ টি পাখি উদ্ধার  করা হয়।  অভিযান পরিচালনা করার বিষয়টি টের পেয়ে অপরাধীরা পাখি রেখে পালিয়ে যায়। 

এসময় বন্যপ্রাণী পরিদর্শক বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মোঃ সাদেকুল ইসলাম,  কামরুল ইসলামসহ অপরাধ দমন ইউনিট কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্ধ।  

বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন, ২০১২ অনুযায়ী  পাখি ও বন্যপ্রাণী  ক্রয়-বিক্রয় ও লালন পালন করা শাস্তি যোগ্য  অপরাধ। 
পরে কালিয়াকৈর বন রেঞ্জ অফিস এলাকায়  শালবনে পাখি গুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

এইচ.এম শহিদুল ইসলাম
তারিখ: ২৪/১১/২০২২

Post a Comment (0)
Previous Post Next Post