আগস্টের নরঘাতক ----- এইচ.এম শহিদুল ইসলাম

 

সেই রাতটি ছিল আঁধার কালো
ছিলনা কোথাও কোন জোনাকিরও আলো।
নির্মমতায় গড়া ছদ্মবেশী কিছু মানুষ
ক্ষমতার লোভে তারা হয়েছিল বেহুশ।
নরপশুর দল মেতেছিল খুনের নেশায়
জেগে উঠেছিল রক্ত পীপাশায়।
এ রক্ত শুধুইকি জাতির পিতার?
এ রক্ত ছিল বাঙ্গালী সবার।

ওরা হিংস্র হায়েনা ওরা গাদ্দার
সেদিন পরাজিত করেছিল মানবতার।
ওরা বন্য জানোয়ারের মত নির্দয়
শিশু রাসেলকে মেরেছিল দিয়ে অভয়।
ওরা ভেবেছিল মৃত্যু হবে স্বাধীনতার
কবর হবে লাল-সবুজ পতাকার।
ওরা ভেবেছিল পরাজয় হবে বাংলার
বাঙ্গালী হবে কলঙ্কিত জাতি দুনিয়ার।

করে তারা মুজিব পরিবারের ক্ষতি
আমাদের করে গেল কলঙ্কিত জাতি।
মুজিব হত্যার শোক নিয়ে জাতি
আজীবন চলবে বয়ে দিবা-রাতি।

إرسال تعليق (0)
أحدث أقدم