স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" শ্লোগানের মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে লতিফপুর বাসস্টান্ড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জাতীয় সমবায় দিবসের এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, কালিয়াকৈর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্ধ।