সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব নির্বাচন (২০২৩-২০২৪) সম্পন্ন হয়েছে । সোমবার উপজেলা পরিষদ সংলগ্ন কিন্ডারগার্টেন স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ক্যামেরা প্রতিক নিয়ে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক পথের আলো পত্রিকার প্রতিনিধি মো: শের আলম শেরু । সাধারণ সম্পাদক পদে দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি মো: জিয়াউর রহমান কলম প্রতিকে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাদল কৃষ্ণ দাস। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহীন আলম।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য আকবর হোসেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রাম কুমার সাহা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসেরসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।