কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই জনের কারাদন্ড

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:


সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় অনুমোদনহীন সন্দেশ তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় কারখানার মালিক আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও হারুণ মিয়া এবং লুৎফর মিয়া নামে দুই শ্রমিককে আটক করা হয়।
গতকাল কয়েকটি গণমাধ্যমে “অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশ তৈরি” শিরোনামে সংবাদ প্রকাশ হলে  কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপির নেতৃত্বে উপজেলার শ্রীফলতলী এলাকায় অবস্থিত অপূর্ব ফুড প্রডাক্ট ও ভাই ভাই ফুড প্রডাক্ট নামে দুটি অনুমোদনহীন সন্দেশ তৈরীর কারখানয়া ভ্রামামান আদালতের অভিযান পরিচালিত হয়।  
এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ভাই ভাই ফুড প্রডাক্ট কারখানার মালিক  শুভরাজ ও অপূর্ব ফুড প্রডাক্ট এর মালিক শাহীন আলম পালিয়ে গেলেও দুই শ্রমিককে আটক করা হয় এবং মানহীন সন্দেশ তৈরীর বিপুল পরিমাণ উপকরণ বিনষ্ট করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা অনুমোদনহীন সন্দেশ কারখানার মালিক পালিয়ে গেছে। দুই কর্মচারীকে আটক করে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
Post a Comment (0)
Previous Post Next Post