বাংলাদেশের বই উৎসব সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত ---শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

 

স্টাফ রিপোর্টার


নতুন বছরের প্রথম দিন সারা দেশে একযোগে বই উৎসব পালিত হচ্ছে। এটা সারা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে দেশের কোটি কোটি শিক্ষার্থী বই উৎসবে যোগ দিয়ে নতুন বই নিয়ে বাড়ী ফিরে যান। এই বই উৎসব সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই, আমরা এ দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।


শনিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বই উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, আমরা বিগত ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা ৪৩৪ কোটি ৪৫লক্ষ ৮০হাজার ২১১কপি বই বিনামূল্যে বিতরণ করেছি। এটা পৃথিবীর যে কোন দেশের জন্য অচিন্তনীয় ব্যাপার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বই উৎসবের কাজটি সফলতার সাথে করে চলেছি। এর মাধ্যমে  শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার যেমন আমরা রোধ করতে পেরেছি তেমনি বাবা মায়েদের উপরও বই কেনার ভার আর থাকছে না।


নতুন বই একেবারে প্রথম দিন শিক্ষার্থীরা হাতে পেয়ে যখন বাড়ী ফিরে যায় এটা দেখে আমাদেরও ইর্ষা হয়, কেননা আমরা যখন ছাত্র ছিলাম তখন বছরের অর্ধেক চলে গেলেও বই পেতাম না। এখন শিক্ষার্থীদের আনন্দের সাথে আমরাও আনন্দ ভাসি।


মন্ত্রী আরো বলেন, আজকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর যে বইগুলো বিতরণ করা হয়েছে সেগুলো নতুন শিক্ষাক্রমের। নতুন শিক্ষাক্রম আমরা আলোর পথে তৈরী করেছি। সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ সকলের পরামর্শ নিয়ে সকলের অংশগ্রহনে আমরা এমন শিক্ষাক্রম তৈরী করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়, শিক্ষায় কোন পরীক্ষা ভীতিতে শিক্ষার্থীরা সারাদিন ভীত থাকবে না। তবে পরীক্ষা থাকবে যা ধারাবাহিক মূল্যায়ানের ভিক্তিতে একটি অংশ হবে। করে করে শিখবে, কোন মুখস্ত বিদ্যার বালাই থাকবে না। সক্রিয় শিক্ষন হবে, অভিজ্ঞতা ভিক্তিক শিক্ষন হবে, এর মধ্যে জীবনব্যাপী শিক্ষার যে পথ আজ সারা  বিশ্ব খুলে দিতে চায় প্রতিটি মানুষদের জন্য তা আমাদের দেশের শিক্ষার্থীরও খুলে যাবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে জাতীর পিতা যেমনটি চেয়েছিলেন শুধু প্রযুক্তি বান্ধব নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং প্রযুক্তি উদ্ভাবক হতে হবে। মানবিক মানুষ এবং সৃজনশীল মানুষ হতে হবে।  


কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে   শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক ড. মোঃ ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদ চেয়ারমান মোঃ মোতাহার হোসেন মোল্লা, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম সেবা, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান প্রমূখ।

إرسال تعليق (0)
أحدث أقدم