ফরিদপুরে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে ওরশ শুরু

ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) সাহেবের চার দিনব্যাপী পবিত্র উরস মোবারক শুরু হয়েছে।

এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাবু ক্যাম্প ও অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন। শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে মহাপবিত্র উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং দুপুরে লাখ মানুষের অংশগ্রহণে যোহরের নামাজ আদায় করা হয়। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত চলবে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের পবিত্র বিশ্ব উরস শরীফে অংশ নিয়েছেন। চার দিনব্যাপী উরসের শেষ দিন মঙ্গলবার সকালে শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) সাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। 


Post a Comment (0)
Previous Post Next Post