সাদুল্লাপুরের প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার,থানায় মামলা

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা থেকেঃ


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে।

মামলা সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার সংলগ্ন ছোট দৌলতপুর গ্রামের মুহাঃ আবদুল বাকী শেখের বখাটে ছেলে মুন্না শেখ (২০) এক প্রতিবন্ধী যুবতী (২০) কে ফুসলাইয়া নিজ বাড়িতে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গত ৭ জুলাই ২২ ইং  বিকেলে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে ওই প্রতিবন্ধী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে ধর্ষক পরিবার বিয়ের নামে কালক্ষেপন সহ তাল বাহানা করতে থাকে। আর সুযোগ বুঝে ধর্ষক মুন্নাকে তার পরিবার বাড়ি থেকে কৌশলে পালিয়ে যাবার সুযোগ করে দেয় ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারের দাবী। 

গ্রামে বিষয়টি সমাধান না হওয়ায় প্রতিবন্ধী যুবতীর নানা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা( নং ১১,তারিখ ১৫/০২/২০২৩) দায়ের করেন। 

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় জানান,  এ বিষয়ে একটি ধর্ধষণের অভিযোগ পাওয়া গেছে।আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করতে পুলিশী জোর তৎপরতা অব্যাহত রেখেছে।

Post a Comment (0)
Previous Post Next Post