খালেদা, তারেক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না--- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

কালিয়াকৈর(গাজীপুর)ঃ 


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আগামী নির্বাচনে খালেদা ও তারেক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা সাজাপ্রাপ্ত আসামী হিসাবে আইনগত ভাবে নির্বাচন করতে পারবে না। সাজার মেয়াদ শেষ হওয়ার নুন্যতম দুই বছর পর প্রার্থী হতে পারবে। 
শনিবার কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলেচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগপর যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্ধ।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

Post a Comment (0)
Previous Post Next Post