মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

প্রতিনিধি, মধুপুর( টাঙ্গাইল) 


‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন

জেন্ডার বৈষম্য করবে নিরসন”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মধুপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম খান আবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এড. ইয়াকুব আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পি সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহির উদ্দিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। 

Post a Comment (0)
Previous Post Next Post