ভাষাসৈনিক শাহ্ বজলুর রহমান জুলকারনাইন উয়ায়েছি (রহ) এর ১ম ওফাত দিবস ২৮ জুলাই।

স্টাফ রিপোর্টার #



ভাষাসৈনিক ও প্রাক্তন উপ-সচিব অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার এবং বহু ইসলামী গ্রন্থের প্রনেতা,  কাশিফুল আসরার, হযরত শাহ্ বজলুর রহমান জুলকারনাইন উয়ায়েছি (রহ) এর প্রথম পবিত্র ওরছ মোবারক আগামী ২৮ জুলাই ২০২৩ ঈসায়ী  মোতাবেক ১৩ শ্রাবন ১৪৩০ বাংলা শুক্রবার অনুষ্ঠিত হবে। 

উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য তার অনুসারী ও ভক্তদের আহবান করা হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী হযরত শাহ্ ড. মোবারক খান উয়ায়েছি,  পীর সাহেব, দরবার-এ-মহসিন, হিজলী মানিকগঞ্জ ও সাবেক ডিজি, বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র। উক্ত অনুষ্ঠানের আহব্বায়ক ও তত্বাবধায়নে থাকবেন তারই পুত্রদ্বয় যথাক্রমে শাহ্ আশরাফুল আরেফিন উয়ায়েছি ও শাহ্ সিরাজুস সালেকিন উয়ায়েছি । এছাড়া  শাহ্ বজলুর রহমান জুলকারনাইন উয়ায়েছি (রহ) এর অন্যতম প্রতিনিধি বা খলিফা টরেনটো, কানাডা প্রবাসী সৈয়দ নুরুল কবির উয়ায়েছি সংবাদ মাধ্যমকে জানান, “ছায়ানীড়” টাংগাইলের এর পক্ষ হতে জনাব লুৎফর রহমান মাজারে শায়িত শাহ্ বজলুর রহমান জুলকারনাইন উয়ায়েছি (রহ)  এর জীবনীর উপর ভিডিও প্রতিবেদন পরিবেশনা করবেন। অনুষ্ঠান স্থান- মাজার প্রাঙ্গন, নূরপাড়া, ঘাটাইল, টাঙ্গাইলে এবং অনুষ্ঠান সূচী- ২৮ জুলাই ২০২৩ সকাল ১১.০১ মিনিটে শুরু হবে, হামদ ও নাত দিয়ে শুরু করে ইসলামের মৌলিক আলোচনা, দুরুদ পাঠ, জুমার নামাজ ও মাজার জিয়ারত শেষে তবারক বিতরণের মাধ্যমে উক্ত মহান ব্যক্তির বাৎসরিক  স্মরণ অনুষ্ঠান সমাপ্ত করা হবে বলে অনুষ্ঠানের সঞ্চালক শাহ্ আশেক মোরশেদ উয়ায়েছি জানিয়েছেন।

Post a Comment (0)
Previous Post Next Post