বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্টাফ  রিপোর্টার #


বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন ও অনুমোদন করা হয়েছে। 

শুক্রবার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত নিজস্ব প্যাডে ১৩১ সদস্য বিশিষ্ট একটি তালিকা প্রকাশ করা হয়। 

এর আগে গত ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু  শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে সংগঠনটির সভাপতি এবং অধ্যাপক সিরাজুল হক আলো কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

ড. এম এ ওয়াজেদ মিয়ার রেখে যাওয়া স্বপ্ন, ধারণা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার হাতে গড়া এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Post a Comment (0)
Previous Post Next Post