কোচ ভাষায় রচিত বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার # 

কালিয়াকৈরে পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত  ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোচ সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা(থার) বইয়ের শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে উপজেলার নিশ্চিতপুর হবুয়ার চালা এলাকায়  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে কোচভাষা গান দিয়ে শুরু হয়। পরে বিলুপ্তপ্রায় এই কোচ ভাষায় রচিত এই বইটির মোড়ক উন্মোচন করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবির।

রেভা সুশিল বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবির, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি সন্যাসি রমেশ কুমার কোচ, কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্পাদক কোচ রুবেল মন্ডল, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ হোসেন এম এ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম মইন,  কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি বাবু কোচ রতন কে বর্মন, মি: রন্টু বিশ্বাস,পালক হরেন্দ বর্মন,পালক জীবন বর্মনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ । 

Post a Comment (0)
Previous Post Next Post